Search
Close this search box.

ইসরায়েলের হামলায় একদিনে ৬১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জন নিহত হয়েছেন। এনিয়ে এক বছরে এ অঞ্চলে নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে পৌঁছেছে।

গতকালের ঘটনায় আহত হয়েছেন আরও ২৩১ জন। এতে বছর জুড়ে আহত হওয়ার সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ১১৭ জনে। এসব হতাহতদের অধিকাংশই শিশু, নারী এবং বেসামরিক লোকজন।

শুক্রবার (১১ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত চারটি এলাকায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া গোলা ও রকেট।

নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ