বাড়ির পথে যাত্রা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হাজার হাজার গাজাবাসী আজ সকালে তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন।

লাইন ধরে বাড়ির পথে হাঁটার দৃশ্য ওই অঞ্চলের ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েছে। প্রকাশিত ছবিতে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী লোকদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে বাড়ির পথে ফিরছেন। কিছু গাড়ি আবার ফিলিস্তিনি পতাকাধারী লোকে ভরা।

এর আগে রবিবার সকাল সাড়ে ৮টায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু হামাস ইসরায়েলি জিম্মিদের তালিকা পাঠানোতে দেরি করায় তারা আবার বিমান হামলা শুরু করে। এতে মাত্র সাড়ে ৩ ঘণ্টার মধ্যে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হন।

পরবর্তীতে জিম্মিদের তালিকা পাঠানোর পর স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর  হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিন বন্দিকে মুক্তি দেওয়া হবে রবিবার ২টার পরে। আরও চার জীবিত নারী জিম্মিকে সাত দিনের মধ্যে মুক্ত করা হবে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল থেকে গাজার লোকেরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল। রাফাহ অভিমুখে অগ্রসর হতে শুরু করে। অনেক লোক তাদের মালপত্র একত্রিত করে। তারা ফিরে যেতে শুরু করার জন্য প্রস্তুত।

প্রতিবেদনে আরও বলা হয়, কিন্তু ওই বাসিন্দা এটাও জানে যে তাদের বেশিরভাগ বাড়িই সেখানে নেই। যুদ্ধে তাদের বেশিরভাগ বাড়িই ধ্বংস হয়ে গেছে। তবুও বেশিরভাগ ফিলিস্তিনি বলছে, তারা ধ্বংসস্তূপের উপরে তাদের তাঁবু ফেলতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ