Search
Close this search box.

পাটুরিয়া ঘাটে নেই ভোগান্তি

স্টাফ রিপোর্টার- প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলেও ঘাট এলাকায় নেই কোনো ভোগান্তি। যার ফলে ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৫৭৭টি বাস, ৮৬২টি ট্রাক, ১ হাজার ৫৩১টি ছোট গাড়ি ও আড়াই হাজার মোটরসাইকেল পার করা হয়েছে। মোট ৫ হাজার চারশ ৭০টি যানবাহন পার করতে ফেরিগুলোকে ২০০টি ট্রিপ দিতে হয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। এখন পর্যন্ত এ নৌরুটে যাত্রীদের বাড়তি চাপ পড়েনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে ভোগান্তি নেই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ