Search
Close this search box.

বিএনপি আওয়ামী লীগকে শত্রু নয়, বরং প্রতিদ্বন্দ্বী মনে করে-দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে শত্রু নয়, বরং প্রতিদ্বন্দ্বী মনে করে। ভোটের মাধ্যমে তাদের পরাজিত করতে চাই। আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাই না, ধ্বংস করতে চাই না। আমরা নতুন আদর্শিক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে।’

শুক্রবার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, একটা মিথ্যা মামলায় খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবন্দী রাখা হয়েছে। উচ্চ আদালতে যখন এ দণ্ড নিয়ে যাওয়া হয়েছে, তখন তা ডাবল করে দেওয়া হয়েছে। দেশের বিচার বিভাগ নিয়ে কথা বলা খুব কঠিন। গত পরশু এক রায় দেখলাম। সকালে দণ্ডিত, দুপুরে জামিন, সন্ধ্যায় তা খারিজ। আরেকটি মামলায় দেখলাম, শুধু সমালোচনা করার কারণে এক মেয়রকে এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমরা কেয়ারটেকার সরকার চাই। এটা শুধু আমরাই বলছি না, আওয়ামী লীগও একসময় কেয়ারটেকার সরকারের জন্য সব রকম আন্দোলন করেছে। কিন্তু তারা এখন বলে, কোর্ট বাতিল করে দিয়েছে বলে কেয়ারটেকার সরকার দেওয়া সম্ভব নয়। এখন কোর্ট কিছু বাতিল করে দিলেই তা গ্রহণ করতে হবে ব্যাপারটা তো সেরকম নয়। পার্লামেন্ট সার্বভৌম, তারা যেটা ভুল মনে করবে, সেটা পরিবর্তন করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ