Search
Close this search box.

শোক দিবসে অর্ধনমিত মার্কিন পতাকা

বাংলাদেশ শনিবার (২১ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে এই শোক দিবস ঘোষণা করা হয়।

শোক দিবসকে সামনে রেখে শুক্রবারই ঢাকায় মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছিল। এজন্য শুক্রবার একটি মিডিয়া নোট দেয় মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমরা প্রতিটি ধর্মের এবং প্রতিটি জাতীয়তার বেসামরিক নাগরিকদের প্রতি শোক জানাই যারা সংঘর্ষে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক ঘোষণায় শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানান। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ