ভুটানকে ৮ গোলে হারিয়ে ফাইনালে সাবিনারা

ভুটানকে ৮ গোলে হারিয়ে ফাইনালে সাবিনারা

মিথুন আশরাফ – সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে উল্লাসে মাতেন সাবিনারা। ম্যাচের প্রথমার্ধে ৪ ও দ্বিতীয়ার্ধে আরও ৪ গোলের মাধ্যমে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা।

বাংলাদেশ নারী ফুটবল দল এরআগে এ চ্যাম্পিয়নশিপে একবারই ফাইনালে খেলেছিল। ২০১৬ সালে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়। যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি। এবারও ফাইনালে খেলা নিশ্চিত হয়। যে স্বপ্ন নিয়ে নেপালে চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ, সেই স্বপ্ন সফল হয়।

ভুটান প্রথমবার এ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে। এরআগে কখনোই সেমিফাইনালে খেলেনি তারা। গ্রুপ পর্বেই তাদের দম ফুরিয়েছিল। এবার তাদেরও ফাইনালে খেলার আশা জাগে। তবে দুই দলের বিবেচনায় বাংলাদেশ অনেক শক্তিশালী। আর তাই সেমিফাইনালে বাংলাদশ জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে নেবে, তা আগেই সবার ভাবনায় ছিল। তাই হলো।

গ্রুপ পর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এমনকি ভারতকেও হারিয়ে দেয়। যে ভারত এরআগে হওয়া পাঁচ চ্যাম্পিয়নশিপের সবকটিতে শিরোপা জিতেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এরআগে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাতে করে ৩ ম্যাচে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল হয়েই সেমিফাইনাল খেলতে নামে বাংলাদেশ। অপরাজিত থেকে ফাইনালেও উঠল।

ভুটানের অবস্থা খুব ভালো ছিল না। গ্রুপ পর্বে নেপালের কাছে শুরুতেই ০-৪ গোলে হেরেছে। এরপর শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। বাংলাদেশের কাছে এসে হারে। তাতে করে বাংলাদেশ ফাইনালে খেলা নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ