স্পোর্টস রিপোর্টার – নেপালকে আজ ফাইনালে হারালেই ‘সাফ অনূর্ধ্ব-২০ উইমেনস চ্যাম্পিয়নশিপ-২০২৩’ জিতবে বাংলাদেশ মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ‘সাফ অনূর্ধ্ব-২০ উইমেনস চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এ ফাইনালে নেপালের মুখোমুখি হবে শামসুন্নাহারের দল। সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপার লড়াই।
সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের জন্য একের পর এক গৌরব বয়ে এনেছেন নারী ফুটবলাররা। গত বছর নেপালে অনুষ্ঠিত সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা। এছাড়া গত চার বছরের মধ্যে দুটি বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। আজ আরেকটি শিরোপার সামনে দাড়িয়ে বাংলাদেশের মেয়েরা।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে স্বাগতিক বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের অংশগ্রহণে ‘সাফ অ-২০ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর পর্দা নামছে আজ। আসর খেলা গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল।
প্রতিযোগিতার ফাইনাল সামনে রেখে প্রেস কনফারেন্সে দলের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেন নেপাল দলের প্রধান প্রশিক্ষক ইয়াম প্রসাদ গুরুং ও অধিনায়ক প্রীতি রায় এবং বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক শামসুন্নাহার।
এটা সাফের চতুর্থ বয়সভিত্তিক আসর। এর আগে তিনটিতে দুটি শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নেয় স্বাগতিক ভারত। সেবার তিন দলের আসরে রাউন্ড রবিন লিগের পয়েন্টের ভিত্তিতেই শিরোপা নির্ধারণ হয়। ভারতের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। অবশ্য এর তিন মাস আগে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখায় বাংলাদেশ। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় স্বাগতিক দল। আজ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় মুকুটের সন্ধানে নামছে বাংলাদেশের মেয়েরা।