প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই প্রতিশোধ নিয়ে নিল লাল সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে তারা। শঙ্কা থাকলেও ফাইনালে মাঠে লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে একক আধিপত্য বিস্তার করে লাল-সবুজের দল।

মিরাজুল ইসলামের জোড়া গোলে শিরোপা জয়ের লড়াইয়ে আয়োজক নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল মিরাজুল-আসিফরা।

ম্যাচের শুরুর দিকে নেপাল খানিকটা প্রভাব বিস্তার করে খেলতে থাকলেও যতোই সময় গড়িয়েছে, ততোই ম্যাচের নিগড় নিজেদের কাছে নিতে থাকে মারুফুল হকের শিষ্যরা। যার ফল আসে, প্রথমার্ধের শেষ দিকে। ফ্রি-কিক দিয়ে একটি দৃষ্টি নন্দন গোল করেন বাংলাদেশী প্লে মেকার মিরাজুল ইসলাম। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৪ টি গোল করে তারা। যার ফলে, ৪-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ