নতুন ৫ সংস্কার কমিশন গঠন করছে সরকার

স্টাফ রিপোর্টার: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাতে সংস্কারের লক্ষ্যে নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের মানুষ বিভিন্ন খাতে সংস্কার চায়। তাই স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাতে সংস্কারের লক্ষ্যে নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। নির্বাচনের আগে এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়।

যেকোন প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা, সাশ্রয়ী করা এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে একটি যথাযথ পদ্ধতি বের করা হবে বলে জানান রিজওয়ানা হাসান।

তিনি জানান, রাষ্ট্রপতির অপসারণ প্রসঙ্গে এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ