রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে, যার জেরে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচলও বন্ধ করে দিয়েছেন। ট্রাফিক গুলশান বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই অবরোধের খবর পাওয়া যায়।
সড়ক অবরোধের ফলে এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে, যার কারণে অফিসগামী যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও প্রচণ্ড যানজট দেখা গেছে।
গুলশান ট্রাফিক বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ-টার্ন এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। তবে তাকে কোন গাড়ি চাপা দিয়েছে, তা এখনো জানা যায়নি।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার প্রতিবাদে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ-টার্নের প্রবেশ ও বের হওয়ার পথ আটকে দিয়েছেন। পাশাপাশি, তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচলও বন্ধ করে দিয়েছেন।
বর্তমানে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলী দিয়ে ডাইভারশন ব্যবস্থা চালু রয়েছে, যাতে গুলশান-১ ও গুলশান-২ হয়ে আমতলী দিয়ে যান চলাচল সম্ভব হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।