Search
Close this search box.

এবার চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

এবার চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জনের  মৃত্যু হয়। এ ঘটনার তিনদিন অতিক্রম হয়েছে। আগুন এখনও পুরোপুরি নেভেনি। এরমধ্যে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তবে দুই ঘন্টার মধ্যেই এই আগ্নিকান্ড নিয়ন্ত্রণে চলে এসেছে।

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগে। আজ ভোররাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।জুতা তৈরির সরঞ্জামের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, জুতার কারখানার চারপাশে দেয়াল করে ওপরে টিনশেড দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে টিন খুলে ভেতরে পানি দেয়া হয়। ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি এখনও। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ