স্টাফ রিপোর্টার : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য ত্রাণ বোঝাই একাধিক গাড়ী বিটিসিএল থেকে সুনামগঞ্জের উদ্যেশ্যে যাত্রা করে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো: খলিলুর রহমান উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেন। এই ত্রাণ সামগ্যী সুনামগঞ্জের সবচেয়ে দুর্গত শাল্লা উপজেলায় বিতরণ করা হবে।
বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, জেডটিই বাংলাদেশ এর এমডি মি. ভিনসেন্ট, বিটিসিএল মহিলা কল্যাণ সমিতির চেয়ারপার্সন, সাধারণ সম্পাদক এবং বিটিসিএল এর ডিএমডিগণসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে খালিয়াজুরিতে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। সবচেয়ে দুর্গত এই উপজেলার প্রতিটি ইউনিয়নে ও দুর্গত গ্রামে শুকনো খাবার পৌছানো হচ্ছে। মন্ত্রী আরও ত্রাণের ব্যবস্থা করছেন। তিনি দুর্গত হাওর এলাকার জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।টেলিযোগাযোগ বিভাগ হাওর এলাকায় ফিক্সড ফোন, মোবাইল নেটওয়ার্ক ও জরুরি সেবা হিসেবে স্যাটেলাইট হাব স্থাপন করেছে।