Search
Close this search box.

সংসদে ডেপুটি স্পিকারকে অভিনন্দন ও শুভ কামনা জানালেন তিন সংসদ সদস্য

সংসদে ডেপুটি স্পিকারকে অভিনন্দন ও শুভ কামনা জানালেন তিন সংসদ সদস্য

স্টাফ রিপোর্টার – একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে অভিনন্দন ও শুভ কামনা জানান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান. প্রাণ গোপাল দত্ত ও কাজী ফিরোজ রশিদ। প্রথমদিনের দায়িত্ব পালনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য প্রদান করেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর পর এ পদে তিনি স্থলাভিষিক্ত হন। তিনি পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য।

রবিবার চলতি সংসদের ১৯তম অধিবেশনে তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল। এই পদে একমাত্র প্রার্থী ছিলেন শামসুল হক। নির্বাচন প্রক্রিয়ার শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদকে জানান, তিনি ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র পেয়েছেন। শামসুল হক জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শামসুল হকের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রস্তাবটি তোলার পর স্পিকার পরে তা ভোটে দিলে কণ্ঠভোটে পাস হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ