Search
Close this search box.

পাকিস্তানে বন্যায় ত্রান দিচ্ছে বাংলাদেশ

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান দিচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার – সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তান। তাদের সাহায্যার্থে ত্রান সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, ওরাল স্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে দেশটিতে পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তিনি জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার এক লাখ পিস ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, পাঁচ হাজার পিস মশারি, দুই হাজার পিস কম্বল ও দুই হাজার পিস তাঁবু।

এরআগে পাকিস্তানে ত্রান পাঠানো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়েছে। তলিয়ে গেছে পাকিস্তান। এক দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। এমন সময়ে ত্রান দরকার। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ ত্রাণ সহায়তা পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা করতে বলেছি। আমরা তাদেরকে রিলিফ (ত্রাণ) পাঠাবো।

শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, সেই হিসেবেই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। কাজেই আমরা মানবতার সেবায় পাশেই আছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ