Search
Close this search box.

বাংলাদেশ-ভারত ৭ চুক্তি-সমঝোতা সই

বাংলাদেশ-ভারত ৭ চুক্তি-সমঝোতা সই

স্টাফ রিপোর্টার – বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাতটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ভারত সফরে গেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

সাত চুক্তি ও সমঝোতা হলো-কুশিয়ারা নদীর পানিবণ্টনে সমঝোতা, কাউন্সিল অব সায়েন্টিফিক, ইনডাস্ট্রিয়াল অ্যান্ড রিসার্চ (সিএসআইআর), ইন্ডিয়া ও বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা, ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা, দুদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে দুটি সমঝোতা, প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা, মহাকাশ প্রযুক্তি সহযোগিতা বিষয়ক সমঝোতা। সমঝোতা স্মারক সইয়ের আগে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং চলমান কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে, এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুটি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী সংকট কাটিয়ে উঠতে বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ