স্টাফ রিপোর্টার – একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে আজ। এটি হবে চলতি সংসদের শেষ বছরের প্রথম অধিবেশন। বিকেল ৪টায় বসছে অধিবেশন। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার পর বসছে সংসদ অধিবেশন। পদত্যাগ করায় বিএনপির সংসদ সদস্যরা থাকতে পারছেন না অধিবেশনে। তাদের প্রতিনিধিত্ব ছাড়াই বসছে অধিবেশন।
অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ হবে। এরপর তাঁর ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং তা নিয়ে আলোচনা করবেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন পরিচালিত হবে। এরই মধ্যে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন বরাবরের মতো ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হবে। রাষ্ট্রপতির আগমনসহ সব আয়োজন ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় সংসদ। করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদের বৈঠক বসবে। অধিবেশনকক্ষে ঢুকতে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। অধিবেশনকক্ষে নির্ধারিত দূরত্ব বজায় রেখে বসবেন সংসদ সদস্যরা। এরই মধ্যে সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়া হয়েছে।
সংসদের বিগত অধিবেশনগুলোতে বিএনপিদলীয় সংসদ সদস্যরা সক্রিয় থাকলেও এবার তাঁরা থাকছেন না। এরই মধ্যে দলটির সাতজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশন শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ওই সাতটিসহ মোট আটটি আসনের উপনির্বাচনের মাধ্যমে নতুন সংসদ সদস্য যোগ দেবেন এই অধিবেশনে। এবারের অধিবেশনে গণমাধ্যমকর্মী আইনসহ বেশ কিছু আইন পাসের সম্ভাবনা রয়েছে।