Search
Close this search box.

দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে- মুহম্মদ শফিকুর রহমান এমপি

দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে- মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি –

ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের দেশের মানুষ নিজেদের স্বাস্থ্য বিষয়ে সর্বদা উদাসিন থাকেন বলেই আমরা এসব কঠিন রোগে সহজেই আক্রান্ত হই – বলেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক পথে প্রান্তরের প্রধান সম্পাদক ও সিইও মুহম্মদ শফিকুর রহমান।

রবিবার (৫ মার্চ) দুপুরে ফরিদগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রনালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে এক সময় ক্যান্সারের কোন চিকিৎসা নেই বললেও বর্তমানে চিকিৎসা রয়েছে। সেজন্য প্রয়োজন নিয়ম মেনে চলা। প্রধানমন্ত্রী এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে একটি হলো অস্বচ্ছল পরিবারদের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা। এছাড়া প্রতিটি জেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। উপজেলা পর্যায়েও বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা হয়ত দ্রুত চালু হবে। আওয়ামীলীগ সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। আগামীদিনেও যাতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারে এইজন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আসতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পারলেই তা সম্ভব হবে। কারণ অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি সেক্টরের অভাবনীয় উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে, আগামীতেও হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আজিজুনন্নাহার, ওসি আ: মান্নান, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, যুবলীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, শরীফ খান প্রমুখ। আলোচনা শেষে ১৯জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ