Search
Close this search box.

প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনতে হবে – মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনতে হবে - মুহম্মদ শফিকুর রহমান এমপি

মো : আল আমিন হোসেন – চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক পথে প্রান্তরের প্রধান সম্পাদক ও সিইও মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে নানামুখি কাজ করছে। করোনাকালীন সময়ে সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছিলো, তখন আমরা চিকিৎসা সেবা, করানা টিকা সংগ্রহসহ নানাভাবে পৃথিবীর অনেক ধনী দেশের চাইতে ভালো করছি। আমাদের চিকিৎসকগণ নিজেদের জীবন বিপন্ন করে এদেশের মানুষের জন্য কাজ করছেন। আজ এখানে যেসব চিকিৎসক বিনামূল্যে সাধারণ জনগণকে চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।

সমাজকে ভালো রাখতে একে অপরের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা ইতিপূর্বে অন্যান্যদের মাজে পরিলক্ষিত হয়নি। ফরিদগঞ্জ পৌরসভা এখন (ক) ক্যাটাগরিতে উন্নিত একটি পৌরসভা। পুরো জেলার অন্যান্য উপজেলার চেয়ে এ উপজেলায় অনেক বেশী উন্নয়ন হয়েছে। এটা আমার অবদান নয় এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। তাই আমাকে নয় প্রধানমন্ত্রী কে পুনরায় আবার ক্ষমতায় আনতে হবে আমাদেরকে।

প্রধানমন্ত্রী ফরিদগঞ্জের উন্নয়নে যাকে পছন্দ করবেন সেই ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য হবে। এ নিয়ে আমার কোন উচ্চাশা নাই। আমি চাই ফরিদগঞ্জের উন্নয়ন ও ফরিদগঞ্জ বাসীর শান্তি। তাই আপনাদের কাছে অনুরোধ উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আপনারা আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে, দেশের জনগণ ভালো থাকবে। শনিবার (১১ মার্চ) উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে তিনি কথা বলেন।

মাজহারুল হক বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল এর উদ্যোগে, মরহুম কাজী আব্দুল জলিল মাষ্টার এর স্মরণে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জে দিনব্যাপি ফ্রি চক্ষু ছানী অপারেশন ক্যাম্পে প্রায় চার শতাধিক লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এবং ৪০ জন চক্ষু অপারেশন প্রয়োজন রোগীকে যাতায়াত খবচ বহন করে তাদেরকে পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া হবে।
কাজী প্রিন্টিং এন্ড এক্সেসরিজ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ফাহাদ (দিপু) এর সভায় মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি ও উদ্বোধন করেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।

৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহবায়ক জানিবুল হক জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলি আক্কাস পাটওয়ারী, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ আওয়ামিলীগ নেতা জি এম হাসান তাবাসসুম, ১০ নং ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া।

ক্যাম্পে ডা: মো: জাফর এর নেতৃত্বে, ডা: তাওহীদুল হক মাহফুজী, ডা: মো: সাখাওয়াত হোসেন, ডা: মো: মাজহারুল ইসলাম, ডা: হাবীবুর রহমান, মো: ফয়সাল হোসেন ও ইমরান হোসেন চিকিৎসা সেবা প্রদান করেন। পুরো ক্যাম্পের অর্থায়ন করেন, কুয়েত সোসাইটি ফর রিলাইফ।

মুহম্মদ শফিকুর রহমান এর নির্বাচনী এলাকা ফরিদগঞ্জে পূর্বগুপটি ইউপি (গল্লাক বাজার)- বড়গাঁও বাজার (সুবিদপুর মহিলা মাদরাসা-সুবিদপুর জিপিএস ওয়াপদা বেড়ীবাঁধ রোড) সড়ক ( চেইঃ ০০-১৫৪৫ মিঃ) অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প৩ প্রকল্পে, ১,২৩,০৬,৪৭০,০৫ টাকা চুক্তি মূল্যে, এলজিইডি ফরিদগঞ্জ চাঁদপুর এর বাস্তবায়নে, মেসার্স রাকিব এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের তত্বাবধানে প্রায় ২ কিলোমিটার রাস্তা ও পার্শ রাস্তার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে দেখা গিয়েছে এলাকাবাসীদের মাঝে ভিন্নরকম প্রতিক্রিয়া। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক মুহম্মদ শফিকের। নানারকম শ্লোগানে মুখরিত ছিলো পুরো এলাকা। এসময় উপস্থিত ছিলেন, ছাত্র-শিক্ষক, এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ