স্টাফ রিপোর্টার- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এবারের ঈদুল ফিতরে রাষ্ট্রপতি ঢাকাবাসীর সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, ‘গতবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা আজ জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসেছি। খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। জাতীয় ঈদগাহে তিন লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট এলাকায় প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি এবার আমাদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব ও কূটনীতিকরা ঈদের জামাতে অংশ নেবেন। সাধারণ মুসল্লিদের জন্য সুষ্ঠু আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘খাবার পানিরও যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে, যাতে এই গরমে কেউ যেন কষ্ট না পায়। হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হলে ঈদগাহ ময়দানে যাতে পানি জমতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘গতবারের তুলনায় স্বাস্থ্যসেবা কেন্দ্র বেশি রাখা হয়েছে। বেশি করে চিকিৎসকও রাখা হয়েছে। কেউ অসুস্থ হয়ে গেলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সিভিল সার্জনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আলাদা চিকিৎসা সেবা বুথ থাকবে।
ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সম্পর্কে তাপস বলেন, ‘এখানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যেহেতু রাষ্ট্রপতি আসবেন, তাই এসএসএফ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করবে। সুতরাং আমরা খুবই আশাবাদী, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।