Search
Close this search box.

অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন – রাষ্ট্রপতি

বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে - রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্তব্য করেছেন, অনির্বাচিত সরকারের সুযোগ নেই। অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনই নিরপেক্ষ নির্বাচন করবে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানিয়েছেন রাষ্ট্রপ্রধান। পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে একথা বলেন রাষ্ট্রপ্রধান।

অন্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বিশিষ্ট চিকিৎসক মনোয়ারুল আজিজ বক্তব্য দেন। বক্তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তাঁর অতীত অবদানের জন্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সুধী সমাবেশে সভাপতিত্ব করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ