Search
Close this search box.

ভোটারদের কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে – সিইসি

ভোটারদের কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে – সিইসি

স্টাফ রিপোর্টার – ভোট কেন্দ্রে আসতে ভোটারদের কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রতিটি কেন্দ্রে সব প্রার্থীকে অবশ্যই এজেন্ট দিতে হবে। খুলনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মঙ্গলবার (৩০ মে) মতবিনিময়ের সময় এই হুশিয়ারি দেন তিনি। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রস্তুত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে আগামী ১২ জুন ভোট হবে খুলনা সিটি করপোরেশনে। একইদিন ভোট হবে বরিশাল সিটিতেও। খুলনায় মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী। এছাড়া ৩১টি সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত নারী আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন – আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল আলম মধু (লাঙ্গল), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা প্রতীক)।

তিনি আরও বলেন, কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটরিং করা হবে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা ইভিএমে ভোট করছি। ইভিএমের ফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই। কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ