Search
Close this search box.

বাংলাদেশকে আবারও টেস্টে হারাতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে আবারও টেস্টে হারাতে চায় আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার – দুই বছর আগে চট্টগ্রামে রশিদ খানের ঘূর্ণিতে একমাত্র টেস্টটি হেরেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একবার টেস্ট খেলে হেরেছে বাংলাদেশ। তাও ২২৪ রানের বড় ব্যবধানে। বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্টেও জিততে চায় আফগানিস্তান। বাংলাদেশকে আবারও টেস্টে হারাতে চায় আফগানিস্তান। আফগান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হাশতমউল্লাহ শহীদী এমন আশাই ব্যক্ত করেছেন।

বাংলাদেশের জন্য স্বস্তির দিকটি হলো আসন্ন ঢাকা টেস্টে নেই রশিদ খান। ইনজুরির কারণে লেগস্পিনারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রশিদ খান না থাকলেও সমস্যা দেখছেন না হাশতমউল্লাহ শহীদী।
শনিবার ঢাকায় এসে রবিবার অনুশীলন করলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তারা। সোমবার বৃষ্টির কারণে অনুশীলন হয়নি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাশমতউল্লাহ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে, সেটাও ৩ বছর আগে। তবে আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ্ নিজেদের সেরাটা চেষ্টা করবো।’

তিন বছর আগে সর্বশেষ টেস্ট খেললেও নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা আত্মবিশ্বাস জোগাচ্ছে আফগানদের। হাশমতউল্লাহর মতে, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো। প্রতিটি দল ৮-৯টি করে ম্যাচ খেলে। বোর্ড আরও ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে। ঘরোয়াতে লঙ্গার ভার্সন ম্যাচ বেশি খেললে এটা আপনার খেলার উন্নতি করে। আমরা খুব বেশি টেস্ট না খেললেও বিশ্বাস করি আমাদের ভালো খেলোয়াড় আছে।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলকে রশিদ একাই গুড়িয়ে দিয়েছিলেন। বল হাতে ১১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৭৫ রান করেছিলেন। এবার তার অনুপস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গোটা দলকেই। ভারপ্রাপ্ত অধিনায়ক সেটা স্বীকার করছেন। কিন্তু বিকল্পের কথাও সামনে আনলেন তিনি, ‘একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলারও আছে, অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্।’

রশিদ না থাকলেও আফগান দলে আছেন তরুণ লেগ স্পিনার ইজহারুল হক নাভীদ। তাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী হাশমতউল্লাহ, ‘সে ভালো খেলে। বিগ ব্যাশেও খেলেছে। যদিও টি-টোয়েন্টি ভিন্ন খেলা। তবে সে বয়সভিত্তিকেও ভালো করেছে। ভবিষ্যতে আফগানিস্তানের বড় তারকা হবে।’

২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই টেস্ট অনায়াসেই জিতে নেয় আফগানরা। চার বছর আগের সেই জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘হ্যাঁ, এটা অনেক অনুপ্রেরণাদায়ক। এখানে একটা টেস্ট খেলেছি, সেটাই জিতেছি। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবো, গত ম্যাচ থেকে প্রেরণা নেবো।’

মিরপুরে সাধারণত বাংলাদেশ স্পিন বান্ধব উইকেটে খেলে থাকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ঘাসের উইকেটে খেলতে পারে স্বাগতিকরা। ম্যাচের দুই দিন আগে উইকেটে লম্বা লম্বা ঘাস চোখে পড়েছে। যদিও স্পিন নির্ভর আফগানরা ঘাসের উইকেটে খেলতেও প্রস্তুত, ‘আজ উইকেট দেখলাম, ঘাস আছে। আমাদের ভালো পেসার আছে, স্পিনারও আছে। আমাদের শক্তি অনুযায়ী খেলবো। সবকিছুর জন্যই প্রস্তুত আছি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ