রাজধানী ঢাকায় শনিবার আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ছিল। এদিন হঠাৎ করেই রাজপথ উত্তাল হয়ে উঠেছে। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
এমন পরিস্থিতিতে রাত ৮টা ৫৭ মিনিটে এক বিবৃতি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্সে প্রকাশ করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ২৮শে অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।
এদিকে শান্তিপূর্ণভাকে সমাবেশ করতে দেওয়া হয়নি এমন অভিযোগ তুলে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। সন্ধ্যার পর একই ধরনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে এদিন সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।