Search
Close this search box.

নির্দিষ্ট সময় পর পর ভোট পড়ার হার জানাতে হবে ইসিকে

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্দিষ্ট সময় পর পর নির্ধারিত অ্যাপের মাধ্যমে ভোট পড়ার হার জানাতে সব জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির উপ-পরিচালক মো আলা উদ্দিন আল মামুন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও আইনানুগভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ভোটিং স্ট্যাটিসটিকস অ্যাপ ইউজার ম্যানুয়াল এবং এসএমএসের মাধ্যমে তথ্য দেওয়ার নির্দেশিকা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) দেওয়া এবং এ বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা প্রয়োজন।

ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তারা অ্যাপের মাধ্যমে সময়ভিত্তিক প্রদত্ত ভোটসংখ্যা পাঠাবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ