বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ ফেব্রুয়ারি সাজেক যাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্র সাজেকে তিন দিনের সফরে যাচ্ছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সেখানে যাবেন তিনি। থাকবেন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাঙামাটির জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ ফেব্রুয়ারি সাজেক সফরে যাবেন। সেখানে তিনি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।

এর আগে, গত বছরের ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা ছিল। তবে সে সময় সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। তবে এবার কটেজ-রিসোর্ট বন্ধ বা খোলা রাখার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ