Search
Close this search box.

যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি: জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার; বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই দুর্নীতি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কর্মীদের দুর্নীতির পথ ছেড়ে সঠিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালনিবিষয়ক উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, সচিব কিংবা সিনিয়র কর্মকর্তারা যতই দক্ষ হোন না কেন, দুর্নীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ছাত্রদের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন হবে।

প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, বেশি বেশি পাওয়ার প্ল্যান্ট আর বেশি দামে জ্বালানি কেনা নয়, সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো, তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।

ফাওজুল কবির বলেন, আমি কর্মজীবনের শুরুতে শুল্ক বিভাগে কাজ করেছি। এরপর ইডকলে কাজ করেছি। বিদ্যুৎ সচিব হিসেবেও কাজ করেছি। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না।

দেশের সব নাগরিক সমহারে বিদ্যুৎ-জ্বালানি পাবেন জানিয়ে তিনি বলেন, যারা ঢাকায় বসবাস করেন তারা মানুষ, আর অন্য এলাকার মানুষ না, এটা হতে পারে না। গ্যাস-বিদ্যুৎ যদি রেশনিং করতে চান, তাহলে আগে আমার বাড়ি থেকে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ