স্টাফ রিপোর্টার: ভূমি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সংবিধান সংশোধন কিংবা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ছাত্র-জনতার কাছেই ফিরে যেতে হবে।
শনিবার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত মত হিসেবে দেয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ কিংবা ২০২৪ সালে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলেই গণঅভ্যুত্থান হয়েছে।
গণতান্ত্রিক পুনর্গঠনের জন্যে সংলাপে সংবিধান প্রসঙ্গ নিয়ে আলোচনায় বক্তারা নতুন করে সংবিধান লেখা কিংবা সংস্কার নিয়ে দ্বিধা বিভক্ত থাকলেও সংবিধানে মানুষের প্রত্যাশা পূরণের বিষয়টি নিশ্চিত করার পক্ষে ঐক্যমত জানান।