Search
Close this search box.

মেগা প্রকল্প নয়, প্রয়োজন জনগুরুত্বপূর্ণ প্রকল্প : প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: গত ১৬ বছরে আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশে নেওয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। এখন আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দিকে বেশি নজর দিতে হবে। আর মেগা প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রকল্পের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন থেকে মেগাপ্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে। প্রকল্পের সব তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রকল্প নেওয়ার আগে সেগুলো নিয়ে ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ