স্টাফ রিপোর্টার: বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই পর্যটন ভিসা চালু হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার জানান, ভারতের পর্যটন ভিসা আপাতত চালু হচ্ছে না। তবে জরুরি প্রয়োজনের ভিত্তিতে কিছু ভিসা দেওয়া হচ্ছে।
ভার্মা জানান, বর্তমানে লোকবল সংকটের কারণে পর্যটন ভিসা দেওয়া সম্ভব হচ্ছে না। কার্যক্রম স্বাভাবিক হলে পর্যটন ভিসা চালু করা হবে। এখন শুধুমাত্র জরুরি ভিত্তিতে মেডিকেল ভিসা এবং তৃতীয় দেশের ভিসার জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান। মূলত আলোচনা হয়েছে দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। ভারতের হাইকমিশনার আরও বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং যৌথ পরামর্শক সভা দ্রুত আয়োজনের পরিকল্পনা রয়েছে।