Search
Close this search box.

মহাঝুঁকিতে আছেন বাংলাদেশের সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার: চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এছাড়াও তালিকায় রয়েছে ফিলিস্তিন,পাকিস্তান ও মেক্সিকো।

২০২৪ সালে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতাসহ নানান ইস্যুতে পেশাগত দায়িত্ব পালনের সময় পুরো বিশ্বে প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। সাংবাদিক নিহতের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে। শীর্ষে রয়েছে ফিলিস্তিন। সেখানে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন সাংবাদিক। অর্থাৎ সারা বিশ্বের মোট নিহত সাংবাদিকের এক তৃতীয়াংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় গাজার পরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তালিকার পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।

সারাবিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর চার জন অন্তর্ভুক্ত হয়েছে।

আরএসএফের এই বার্ষিক প্রতিবেদনে ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য যুক্ত করা হয়৷ এতে মন্তব্য করা হয়েছে, ‘‘ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ৷ গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি৷” নিহতদের এক তৃতীয়াংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন৷

আরএসএফের এই বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর ১৮ জন সাংবাদিকের প্রাণহানির সঙ্গে ইসরায়েলের সরাসরি সংযোগ রয়েছে৷ তাদের মধ্যে ১৬ জন গাজায় ও দুই জন লেবাননে নিহত হন৷

সংগঠনটি জানায় ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘাত শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ তাদের মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় নিহত হন৷ প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘‘নজিরবিহীন রক্তস্নান” হিসেবে অভিহিত করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ