পাঁচ আগস্টের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৬ জানুয়ারি) বিকালে মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলেচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেছেন, ‘৫ আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। যেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে। বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেই প্রতিরোধ, তারুণ্যের প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে।’
অনুষ্ঠানে আন্দোলনে শহিদ জেলার ১৬ পরিবারের সদস্যরা অংশ নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তাদের হাতে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান তুলে দেন উপদেষ্টা।
এসময় উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে জেলা শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।