Search
Close this search box.

আক্রান্ত হলে আমরা নীরব থাকতে পারি না-ওবায়দুল কাদের

আক্রান্ত হলে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলী-আদাবর রিং রোডে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মির্জা ফখরুল এখনো মিথ্যাচার করছেন। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই। তিনি এখনো ধ্বংসের সুরে কথা বলছেন, আগুনের কথা বলছেন। আপনারা এ দেশ চাননি, মুক্তিযুদ্ধ চাননি। আপনারা পদ্মা সেতু চাননি, মেট্রোরেল চাননি। আজ মেট্রোরেল বন্ধ, ধ্বংসলীলায় পরিণত।

কাদের বলেন, মেট্রোরেল কত চেয়েছিল ঢাকাবাসী। আজ তা ধ্বংস হয়ে গেছে। মিরপুর স্টেশনে যে হামলা হয়েছে সেগুলো সারাতে এক বছর লাগবে। আমাদের যত অর্জন আছে, সন্ত্রাসীদের আক্রমণে সেগুলো ধ্বংসলীলায় পরিণত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ