Search
Close this search box.

দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়ন চাই- জি এম কাদের

স্টাফ রিপোর্টার- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, সিয়াম সাধনার ত্যাগ ও সংযম এর শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নিতে হবে। জোড়ালো করতে হবে ভ্রাতৃত্ববোধ। আমরা যেন দেশ ও দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি। বাণীতে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা যেন দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান এর ফজিলতে মহান আল্লাহ্ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন। সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করেছেন তিনি।

জি এম কাদের ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় উত্তরার ৭ নম্বর সেক্টর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। বেলা ১১টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এসময় জিএম কাদের বলেন, রেডিও টেলিভিশন খুললে দেখা যায়, প্রতি দিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে’ উল্লেখ করেন জিএম কাদের। তিনি প্রশ্ন করেন, প্রতি দিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতি দিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন?

তিনি বলেন, বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনও লাভ হবে না।

তিনি বলেন, দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নিম্ন-মধ্যবিত্ত হয়ে যাচ্ছে। আর নিম্ন-মধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ