Search
Close this search box.

১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা সভা করবে আ.লীগ

মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে ঘরোয়া আলোচনা সভা করবে আওয়ামী লীগ।বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনা হবে। সকাল ১০টার ওই সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।এর আগে মানবাধিকার দিবস উপলক্ষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশের অনুমতি চায় আওয়ামী লীগ। কিন্তু অনুমতি না পাওয়ায় শিল্পকলা একাডেমিতে ঘরোয়া আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয় দলটি।এদিকে বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। জনসস্পৃক্ততার অভাবে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করে আন্দোলনকে এগিয়ে নিতে চায়। বিএনপি অফিসে তারা নিজেরাই তালা মেরেছে। সাহস থাকলে বের হয়ে আসুক।নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী দল বিষয়ে তিনি জানান, বিরোধী দল দাঁড়িয়ে যাবে। তৃণমূল বিএনপি-তারা তো বৃহৎ জোট। সুপ্রিম পার্টি। আরও অনেকে আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার জাতীয় পার্টির শক্তিশালী বিরোধী দলের মোক্ষম সময় নিয়ে নিজের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। তারা আমার মতের সঙ্গে একমত না-ও হতে পারে। এটাও গণতন্ত্র। যারাই নির্বাচন করবে তারাই পরস্পরের প্রতিপক্ষ হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ