Search
Close this search box.

জিএম কাদের ও চুন্নুর পদত্যাগ দাবিতে জাপার পরাজিত প্রার্থীদের বিক্ষোভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার ভরাডুবির কারণে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন পরাজিত প্রার্থীরা।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীতে অবস্থিত জাপার বনানী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে জয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। শপথ চলাকালেই সমঝোতার আসনে হেরে যাওয়া প্রার্থীরা দলের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ করার প্রস্তুতি নিতে থাকেন।

বর্তমানে কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছে বনানী থানার পুলিশ। তারা বলছে, বিশৃঙ্খলা ঘটার মতো তথ্য থাকার কারণে তারা নেতাদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন।

৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা ও সর্বশেষে বেশিরভাগ আসনেই জাপার শোচনীয় পরাজয় হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ পরাজয় মেনে নিতে পারছেন না। তারা জানান, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে লাভবান হয়েছেন চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

তারা নিজেদের আসনে জয় নিশ্চিত করার পরে অন্য প্রার্থীদের নিয়ে ভাবেননি বলেও অভিযোগ করেন নিতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ