Search
Close this search box.

‘শিগগিরই জোরালো কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বিএনপি’

সরকারের পদত্যাগের দাবিতে শিগগিরই জোরালো কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন তিনি।

জয়নাল আবদীন ফারুক বলেন, বিএনপির শীর্ষ নেতারা কারাগারে থাকায় কিছুটা হতাশ নেতাকর্মীরা। হতাশ হওয়ার কিছু নেই। সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের মাটি সরে যাচ্ছে।

তিনি বলেন, লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে। এ সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন সরকার, তাদেরকে বিশ্বাস করা যায়না। সরকার জানে ব্যাংক লুট করতে, দুর্নীতি করতে।

বিএনপির এ নেতা বলেন, দাপট নিয়ে সরকার বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, কিন্তু ভেতরে ভেতরে সিন্ডিকেট করে দাম বাড়ায়। মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করছে সরকারের দলীয় লোকজন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, লড়াইয়ের মাধ্যমে একদলীয় শাসন বিদায় করা হবে। পরে সব কিছুর হিসাব নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ