স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিস্ফোরক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (২৩ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ওই বক্তব্যের প্রতিবাদ জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময় আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও বাঙালি জাতির অধিকার ফিরিয়ে দিতে কারাগারে জীবনের যৌবন কাটিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধুর নেতৃত্বেই নিষ্ঠুর ও বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি এক স্বাধীন বাংলা। এই দেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করেছেন বঙ্গবন্ধু, আর তারই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
নাছিম বলেন, সেই বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা কখনোই গ্রহণযোগ্য নয়। আজকে বাংলাদেশে যে অরাজগতা সৃষ্টি হয়েছে আর পাকিস্তানি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা একই সূত্রে গাঁথা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাকিস্তানি প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাঙালি জাতি কখনোই মেনে নেবে না, ক্ষমা করবে না।
প্রসঙ্গত, গত ৫ মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রসঙ্গ টেনে গত বুধবার (২১ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার করুণ পরিণতি ভোগ করেছেন। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে দুই ভাগ করেছিলেন।