পাঁচ দফা দাবি / সন্ধ্যা থেকে সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ, তীব্র যানজট

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

পাঁচ দফা দাবিতে রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে সড়ক দুটিতে অবস্থান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ দুটি সড়কসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, এদিন বিকালে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে ঢাবির প্রো-ভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।

শিক্ষার্থীরা বলেন, ২১ দিন আগে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েও দেখননি তারা। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলে আক্রমণমূলক ব্যবহার করেছেন ঢাবির প্রো-ভিসি। তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলন।

দাবিগুলো হলো ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

>> সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

>> শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

>> সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

>> সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

৫ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও আশাপাশের মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষনাৎ অপমান করে বের করে দেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেন। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ