আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ছয় দিনের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত বেলা ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিট পর্যন্ত মোট ১৯ মিনিট স্থায়ী হয়। এতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করা হয়। এ ছাড়া বিভেদ ভুলে ঐক্যের আহ্বনে মহান রাব্বুল আলামীনের কাছে কাকুতি মিনতি জানানো হয়।
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।দেশের কয়েক লাখ মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধশতাধিক বিদেশি রাষ্ট্রের প্রায় তিন সহস্রাধিক মুসলমান।
সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা ১২টা ৮ মিনিটে। জনসমুদ্রে নেমে আসে পিনপতন নিরবতা। যে যেখানে ছিলেন, সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেন আল্লাহর দরবারে। এ ছাড়া হাজার হাজার ধর্মপ্রাণ মা ও বোনেরা এ আখেরি মোনাজাতে অংশ নেন।