স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার নৌযানসহ ৭৯ জন নাবিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্টের কাছে, ভারতের জলসীমার কাছাকাছি এলাকায়। নৌযান দুটির নাম এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২।
এফভি মেঘনা-৫ চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন, আর এফভি লায়লা-২ পরিচালনা করে খুলনার এসআর ফিশিং। সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানিয়েছেন, জাহাজ দুটি গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হস্তক্ষেপে আটক হয়। এ ঘটনা জানার পর থেকে তারা কোস্ট গার্ড, প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
মেঘনা-৫-এ ৩৭ জন এবং লায়লা-২-তে ৪২ জন ক্রু ও জেলে ছিলেন। তাদের সঙ্গে সোমবার রাত এবং মঙ্গলবার সকালে যোগাযোগ করা হয়েছে। নাবিকরা জানিয়েছেন, তারা সুস্থ আছেন।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।