Search
Close this search box.

হতাহতদের বাঁচাতে রক্ত দেওয়ার অনুরোধ তামিম ইকবালের

হতাহতদের বাঁচাতে রক্ত দেওয়ার অনুরোধ তামিম ইকবালের

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডে হতাহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন। চট্টগ্রামের ছেলে, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল হতাহতদের বাঁচাতে রক্ত দেওয়ার অনুরোধ করেছেন।

হতাহতদের বাঁচাতে রক্ত দেওয়ার অনুরোধ তামিম ইকবালের
ফেসবুকে তামিম ইকবালের অনুরোধ

আরও পড়ুন : সীতাকুণ্ডে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়েই চলেছে

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে তামিম লিখেছেন, ‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্ত যোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ