Search
Close this search box.

প্রথমবার ডিউক বলে অনুশীলন করলেন মুস্তাফিজ

প্রথমবার ডিউক বলে অনুশীলন করলেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান কখনো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেননি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও টেস্ট খেলেননি। আর তাই ডিউক বল সম্পর্কে মুস্তাফিজের আসলে বিশেষ কোন ধারণা থাকারও কথা না। কখনো যে এই বলে টেস্টে বোলিংই করা হয়নি। তবে এবার করবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে আছেন। খেলবেনও মুস্তাফিজ। ১৬ জুন শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই ডিউক বলে বোলিং করবেন। এরইমধ্যে এই বল নিয়ে মুস্তাফিজকে ধারণা দিয়ে ফেলেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রথমবার ডিউক বলে অনুশীলনও করেছেন মুস্তাফিজ।

প্রথমবার ডিউক বলে অনুশীলন করলেন মুস্তাফিজ
মুস্তাফিজকে ডিউক বল সম্পর্কে ধারণা দিচ্ছেন ডোনাল্ড

গতবছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন। দেশের মাটিতে হওয়া সেই টেস্টের পর আর কোন টেস্টে দেখা যায়নি মুস্তাফিজকে। টেস্টের প্রতি যে অনীহা! কিন্তু এবার দলের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম চোটে থাকায় মুস্তাফিজকে টেস্ট খেলতে হবে। প্রথমবারের মতো ডিউক বলে বোলিংও করবেন মুস্তাফিজ।

প্রথমবার ডিউক বলে অনুশীলন করলেন মুস্তাফিজ
প্রথমবার ডিউক বলে অনুশীলন করছেন মুস্তাফিজ

আইপিএল খেলে দেশে ফেরার পর বিশ্রামে ছিলেন বাঁহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজে এখন দলের সাথে যোগ দিয়েছেন। যদিও তামিম, মুমিনুল, লিটনরা প্রস্তুতি ম্যাচ খেলছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়ে মুস্তাফিজ প্রস্তুত হচ্ছেন। শনিবারই প্রথম বল হাতে নেন। মুস্তাফিজকে ডিউক বল সম্পর্কে কী জানিয়েছেন, তা নিয়ে ডোনাল্ড বলেন, ‘কোকাবুরা থেকে ডিউক বলে আসা। যে বলে ওয়ারউইকশায়ারে খেলার সময় আমি খুব অভ্যস্ত ছিলাম। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ও টেস্ট ম্যাচ ক্রিকেটে এই বল ব্যবহৃত হয়। এই বলে খুব বড় সিম থাকে। এই সিম ব্যবহার করতে বোলারদের অনেক খাটতে হবে। ফিজের সঙ্গে প্রথম সেশন হলো। আইপিএলের পর সে প্রথম বল হাতে নিল।’

বিসিবির পাঠানো ভিডিওতে ডোনাল্ড বলেন, ‘তাকে (মুস্তাফিজকে) এই বল সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। তাকে গ্রিপ সামান্য বদলাতে হবে। তবে এই বল হাতে নিয়ে সে ভালো বোধ করছে।’ দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে। ১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে। ২৪ জুন সেন্ট লুসিয়ায় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ