স্পোর্টস রিপোর্টার ॥ সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাওয়ার পথে ভয়ংকর মৃত্যু ফাঁদে পড়েছিলেন ক্রিকেটাররা। কয়েকজন তো অসুস্থই হয়ে পড়েন। সেই যাত্রা ভুলে এখন টি২০ সিরিজের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রিয়াদবাহিনী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ শুরু হচ্ছে আজ। ডমিনিকায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় প্রথম টি২০ দিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। এরআগে সবশেষ টানা ১০ টি২০ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে হারের গোলকধাঁধা থেকে এখন বের হওয়ার পালা। তবে দুইবারের টি২০ বিশ^ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যে সহজ প্রতিপক্ষ নয়, তা সবারই জানা। ক্যারিবিয়দের বিপক্ষে সবশেষ চার টি২০ ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ১২ টি২০ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ৫ সিরিজের ২টি জিততে পেরেছে বাংলাদেশ। হেরেছে ৩টিতে। এবার বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আশা করছে।
টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আশা করছেন, ‘সাকিব, লিটন আছে, আমি আছি। আফিফ, সোহান, মোসাদ্দেক রয়েছে। শেখ মেহেদী আছে। আমি মনে করি ব্যাটিংয়ের গভীরতা ভালো। আমাদের বোলিং আক্রমণও খুব ভালো। বৈচিত্র্য আছে। আশা করি অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে।’
টেস্ট সিরিজ হারলেও টি২০তে আশা দেখছেন রিয়াদ। তিনি বলেছেন, ‘সাদা বল আর লাল বল আলাদা। এখানে ভিন্ন ফরমেটের খেলা। টেস্ট সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি২০তেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসঙ্গে আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে মোকাবিলা করতে মুখিয়ে আছি।’