স্পোর্টস রিপোর্টার : প্রথম টি২০ বৃষ্টিতে ভেসে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজই ডমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় দ্বিতীয় টি২০ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিতে ভালো করার আশা বাংলাদেশের।
প্রথম টি২০তে বৃষ্টি এমনই বাগড়া দেয়, খেলাই শেষপর্যন্ত শেষ হয় না। দেড় ঘন্টা পর খেলা শুরু হয়। ম্যাচ শুরুতে ১৬ ওভারে, এরপর ১৪ ওভারে নেমে আসে। কিন্তু বাংলাদেশ ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করতেই আবার বৃষ্টি নামে। বৃষ্টি থামে। কিন্তু খেলা হওয়ার মতো সময় না থাকায় আর বল মাঠে গড়ায়নি। ডমিনিকার উইন্ডসর পার্কে যে ফ্লাড লাইট নেই। সাকিব আল হাসান ১৫ বলে ২ চার ও ২ ছক্কায় ২৯ রান করে আউট হন। আর নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রান। এই দুই ব্যাটসম্যানই যা রান করতে পারেন। খেলার যে অবস্থা ছিল, তাতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে পারলে ম্যাচটি বাংলাদেশ হারতেও পারত। কিন্তু খেলাই তো আর হলো না।
২০১৭ সালে ‘মারিয়া’র ছোবল লন্ডভন্ড হয়ে যায় ডমিনিকা দ্বীপ। সেই সাথে উইন্ডসর পার্ক স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়। এই দ্বীপের মানুষ এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট দেখেনি। পাঁচ বছর পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে। দারুণ উপলক্ষ্য। কিন্তু ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল।
প্রথম টি২০তে বাংলাদেশের ব্যাটিংটা একদমই ভালো হয়নি। সাকিব ও সোহান যাও ভালো করেছেন, কিন্তু বাজে বলে আউট হয়েছেন। আজ যেন তেমনটি না হয়, সেই আশা করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
তিনি বলেছেন, ‘আমাদের শুরুটা বেশ ভালোই হয়েছিল। কিন্তু এরপর আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তবে তারা একটা লম্বা ফেরিভ্রমণ করে এসেছে; তার ওপর অনুশীলন করতে পারেনি। সব মিলিয়ে একটু এলোমেলো অবস্থা ছিল। আর বেশ গরমও ছিল। আমার বিশ্বাস, পরের ম্যাচে ওরা ভালো করবে।’
‘আমাদের কিছু ছেলে বেশ কয়েক সপ্তাহ খেলায় ছিল না। আফিফ, মাহমুদুল্লাহ—ওরা ভালোমতো অনুশীলনের সুযোগ পায়নি। মাহমুদুল্লাহ তো আমার মনে হয় ওর সর্বশেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকায়।’
‘ওরা ভালো ব্যাটিং করেছে। তবে সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও (নুরুল হাসান) এই সংস্করণে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবু দেখে ভালো লাগছে যে সে ফর্মে আছে।’
সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাওয়ার পথে ভয়ংকর সমুদ্রযাত্রায় ক্রিকেটাররা অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়টি কী ম্যাচে কোন প্রভাব ফেলেছে? ডোমিঙ্গো অযুহাত দাড় করাতে রাজি নন, ‘অজুহাত দেওয়ার কিছু নেই। একই ঘটনা ওয়েস্ট ইন্ডিজ দলের ক্ষেত্রেও ঘটেছে। তারাও ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি, আমাদের সঙ্গে তারাও একই ফেরিতে এসেছে।’