স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নেবেন, নাকি খেলবেন; তা আগস্টে জানাবেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেছেন, ‘সেটা তামিম জানাবে, অপেক্ষা করুন। হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বা জুলাই মাস শেষে জানাবে। সে জুলাই মাস পর্যন্ত সময় নিয়েছে। আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়তো জানিয়ে দেবে।’
ছয় মাস আগে তামিম জানিয়েছিলেন, টি২০ থেকে ৬ মাস বিশ্রাম চান। এরপর খেলবেন কিনা, সিদ্ধান্ত নেবেন। তামিমের ৬ মাস শেষ হবে এ মাসের শেষদিকে। এই সময়ে টি২০ ক্রিকেটে বাংলাদেশের কোন ওপেনারই যোগ্যতা প্রমান করতে পারেননি। তামিমের চাহিদা তাই থেকেই যাচ্ছে। তাহলে কী তামিম খেলবেন টি২০ বিশ্বকাপ?
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানান, ‘আমাদের কোনো রিমাইন্ডার নেই। তার সঙ্গে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেয়ার কিছু নেই। সেই বলবে, সেই জানানোর কথা।’ সাথে যোগ করেন, ‘বিশ্বকাপ খেলবে কি না সেটা তো বলেনি এখনও। বিশ্বকাপ তো পরে, সে টি২০ খেলবে কি না, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দ্বিতীয় টি২০ হারের পর ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে তামিম ছোট্ট করে স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘টি২০ ইন্টারন্যাশনাল।’ এ স্ট্যাটাসে কোন সমস্যা ছিল না। কিন্তু সাথে তিনটি ইমোজি ব্যবহার করেন। হাত নাড়ানোর ইমোজি দেন। যেন বিদায় বলতে চাচ্ছেন। আর তাতেই টি২০ থেকে অবসর নিতে চলেছেন তামিম, সেই ইঙ্গিত মিলে যায়। ১৫ মিনিটের মধ্যে অবশ্য রহস্য জাগিয়ে স্ট্যাটাস মুছে ফেলেন তামিম। তবে এরআগেই ভাইরাল হয়ে যায়। তামিম কি সত্যিই অবসর নেবেন, না খেলবেন; সেই সিদ্ধান্তের জন্য এখন অপেক্ষায় থাকতেই হচ্ছে।