স্পোর্টস ডেস্ক – আর দুইমাস বাকি। ২০ নভেম্বর শুরু হবে কাতার ফুটবল বিশ্বকাপ। শেষ হবে ১৮ ডিসেম্বর। এ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে নেমে গোল করলেই রেকর্ড গড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টানা ৫ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়বেন। বিশ^ ফুটবলে যা এরআগে কোন ফুটবলার করতে পারেননি। সেই অপেক্ষাতেই আছেন রোনাল্ডো।
পর্তুগালের হয়ে এখন পর্যন্ত চারবার ফিফা বিশ্বকাপ খেলেছেন রোনাল্ডো। জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপ, ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ এবং রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে গোল করেছেন রোনাল্ডো।
রোনাল্ডোর পাশাপাশি ব্রাজিলের পেলে, উই সিলার এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসাই শুধুমাত্র বিশ্বকাপ ফুটবলের টানা চার আসরে গোলের দেখা পেয়েছেন। তবে ২০২২ বিশ্বকাপে তাদের সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে পর্তুগাল অধিনায়কের সামনে। আসন্ন কাতার বিশ্বকাপে যদি আগের চার আসরের মতো গোলের দেখা পান, তাহলে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চার বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করবেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার।