Search
Close this search box.

বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হবে নারী এশিয়া কাপ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার – নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরু হচ্ছে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯ টায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। এ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী এশিয়া কাপের অষ্টম আসর এটি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে চতুর্থ আসর। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নিগার সুলতানার দল মিশন শুরু করবে। একই দিনে দুপুর দেড়টায় শক্তিশালী ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

চার বছর আগে কুয়ালালামপুরে সুখস্মৃতি এখনো জ্বলজ্বলে সালমা, জাহানারাদের। রোমাঞ্চকর ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত এশিয়া কাপ জিতেছিলো টাইগ্রেসরা। যে ভারত আসরের ছয়টির চ্যাম্পিয়ন। যে শিরোপা এখনো অধরা পুরুষ দলের জন্য। করোনায় পিছিয়ে যাওয়া আসরের আয়োজক এবার বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অন্যদলের স্ট্রং ও দুর্বল দিকগুলোও আমরা দেখছি। আমার শুধু আমাদের ক্রিকেটটা খেলতে চাই এবং মাঠে যদি আমরা আমাদের প্ল্যান সফল করতে পারি তাহলে অতটা চ্যালেঞ্জ আমাদের নিতে হবে না। আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলছি। এমন না যে আমরা ভালো ক্রিকেট খেলছি না। আর ভালো ক্রিকেট খেললেই ট্রফি আমাদের ঘরে আসবে। টার্গেট অবশ্যই ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি নেয়ার।

বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। সদ্যই শেষ হওয়া যে টুর্নামেন্টে থাইল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে টাইগ্রেসরা। দলের শক্তি বেড়েছে ইনজুরি কাটিয়ে ফেরা অভিজ্ঞ জাহানারা আলমের অন্তর্ভুক্তি। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, জাহানারা অনেক অভিজ্ঞ একটা বোলার। সেই সঙ্গে দলের জন্য একজন ভাইটাল বোলার। যেহেতু আমরা তাকে পেয়েছি তাই আমার কাছে মনে হয়েছে টিম কম্বিনেশনটা অনেক শক্ত হয়েছে। তার কাছ থেকে আমরা সবসময় যেভাবে পাচ্ছি সেভাবেই চাইব তিনি কন্ট্রিবিউট করবে। এতে দলের জন্য অনেক ভালো হবে। আসরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের ৩৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ত্রিশটায়। শুধু তাই নয় সাত টুর্নামেন্টে ছয়বারই শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে খেলা। শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এরপর ১৫ অক্টোবর হবে ফাইনাল। এবার টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, মালয়শিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত খেলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ