Search
Close this search box.

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার – সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে জিতলেই নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যেত বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু দুর্ভাগ্য। বৃষ্টিতে খেলাই হলো না। তাতে করে স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেল। ভেসে গেল। বিদায় নিল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নরা এবার লীগ পর্বেই দম ফুরাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ালো না। লীগ পর্বে সাত দল খেলছে। লীগ পর্বে প্রতিটি দলের ৬টি করে ম্যাচ হয়েছে। বাংলাদেশের ৬ ম্যাচ শেষ। ৫ ম্যাচে ২ জয়ে ৩ হারে ৪ পয়েন্ট হয়েছিল বাংলাদেশের। পয়েন্ট তালিকায় ভারত ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট করে পেয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায়। বাকি থাকে আর একটি দলের। এরমধ্যে ৬ ম্যাচে ৩ জয়ে হংকংয়ের ৬ পয়েন্ট হয়ে থাকে। তবে রান রেট থাকে -০.০৪৯। বাংলাদেশের চেয়ে অনেক কম রানরেট থাকে। বাংলাদেশ জিতলেই ৬ পয়েন্ট হতো। তখন রানরেটে হংকংয়ের চেয়ে এগিয়ে থেকে বাংলাদেশই সেমিফাইনালে খেলতো। কিন্তু দুর্ভাগ্য। বৃষ্টিতে সব স্বপ্ন ভেসে গেল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারে। তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮৮ রানে হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৬৯ রানে ও পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ৩ রানে হারে বাংলাদেশ। তাতেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ। এমন অবস্থা হয়, সংযুক্ত আরব আমিরাতকে না হারাতে পারলেই বিদায় ঘটবে। তাই হলো। তবে খেলাটাই হলো না। এটাই দুর্ভাগ্য। ৬ ম্যাচে ২টি জয়ই পেয়েছে বাংলাদেশ। ১টি ম্যাচে টাই হয়। ৩ ম্যাচে হারে। তাতে করে ৫ পয়েন্ট নিয়ে বিদায় নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং নারী ক্রিকেট দল সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। নিজ দেশে টুর্নামেন্টে বাংলাদেশের বিদায় ঘন্টা বাজে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ