স্পোর্টস রিপোর্টার – নারী এশিয়া কাপে আবারও শিরোপা জিতেছে ভারত। আটবারের এশিয়া কাপে মাঝখানে শুধু একবার তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার আবার শিরোপা পুনরুদ্ধার করে ভারত। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৯ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। এরমধ্যে টি-টোয়েন্টি এশিয়া কাপে তিনবার এবং ওয়ানডে এশিয়া কাপে চারবার শিরোপা জিতে ভারত। ২০০৪ সাল থেকে টানা ছয়বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মাঝখানে একবার হতে পারেনি। এবার আবার হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ৬৫ রান করে। ইনোকা রানাভিরা সর্বোচ্চ অপরাজিত ১৮ রান করতে পারেন। ওসারি রানাসিংহে করেন ১৩ রান। এই দুইজন দুই অংকের ঘরে পৌছাতে পারেন। ভারতের পেসার রেনুকা সিং ৩ উইকেট শিকার করেন। অসাধারণ বোলিং করেন। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৮.৩ ওভারে ৭১ রান করে জিতে যায় ভারত। স্মৃতি মানদানা অপরাজিত ৫১ রান করেন। রেনুকা দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরা হন। চ্যাম্পিয়ন হয় ভারত।