স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ইনজুরি পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েন। তাই অধিনায়কের দায়িত্ব পান লিটন কুমার দাস। আগামীকাল বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরআগে লিটন জানিয়ে দিলেন, তার স্বপ্ন পূরণ হয়েছে।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘ধন্যবাদ বিসিবিকে, আমাকে সুযোগ দেয়ার জন্য। আমি খুব রোমাঞ্চিত। একটা বড় সিরিজে সুযোগ দেয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো করার।’
তবে অনেকটা আচমকাই অধিনায়কত্বের দায়িত্বটা এসেছে বলে জানিয়ে লিটন বলেন, ‘এবার আপনারা যেভাবে খবর পেয়েছেন গতকাল, আমিও তেমনভাবে অধিনায়কত্বের খবরটা পেয়েছি।’ তবে নেতৃত্ব পেয়ে নিজের সেরা নিংড়ে দেয়ার প্রত্যয় লিটনের সুরে। সেই সাথে দেশকে নেতৃত্ব দেয়া স্বপ্ন ছিল দাবি করেন লিটন। তিনি বলেন, ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেয়া। একজন খেলোয়াড় হিসেবে সব সময় একটা দায়িত্ব তো থাকেই। এখন অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্ব থাকবে।’
এর আগে মাত্র একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটন এবারই প্রথম ঘটা করে নেতৃত্ব পেলেন। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। ভারতের বিপক্ষে বড় সিরিজে নেতৃত্ব দেয়ার চ্যালেঞ্জ পেয়ে অভিভূত লিটন কুমার দাস।